আপনজন ডেস্ক: রাজধানী দিল্লি এখন সরগরম কৃষকদের আন্দোলনকে ঘিরে। পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা এই আন্দোলনে শামিল হলেও বাংলা থেকে সেভাবে সমর্থন বা যোগদানের কথা শোনা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিল্লির কৃষক আন্দোলনকারীরা তাকে ডাকলে যাবেন বলে জানিয়ে আন্দোলনের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার মমতা ট্যুইটে হুঁশিয়ারি দেন, কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার না করলে তিনি বৃহত্তর আন্দোলনে নামবেন। তবে মুখ্যমন্ত্রী যে কৃষি আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন তা বৃহস্পতিবার নিজিই ট্যুইট করে জানান।
ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কৃষকদের আন্দোলনের বিষয়ে, তাদের জীবন-জীবিকা নিয়ে খুবই খুবই উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকারের অবশ্যই কৃষি বিরোধী আইন প্রত্যাহার করুক। যদি তা না করে তাহলে রাজ্য ছাড়াও দেশজুড়ে আন্দোলনে নামব। আর প্রথম থেকেই আমরা এই কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আসছি।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে আকাশছোঁয়া দাম নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতির চরম সমালোচনা করেন। সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আইনের কী প্রভাব পড়েছে ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আলোচনা করার কথা বলেন। এ বিষয়ে শুক্রবার ৪ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস এক মিটিং ডেকেছে বলেও তিনি জানান।
এছাড়া, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত সংস্থাবিএসএনএল, ভেল, রেল, কোল ইন্ডিয়া, প্রতিরক্ষার ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগেরও বিরোধিতা করে ট্যুইটে মমতা বলেন, দেশের সম্পত্তিকে বিজেপির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct