আপনজন ডেস্কঃ বীরভূম জেলার ঝাড়খন্ড সীমান্ত সংলগ্ন ব্লক গুলির বেশকিছু গ্রাম এলাকায় একদা পোস্ত চাষে রমরমিয়ে বেড়ে উঠেছিল। আবগারি দপ্তর ও প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করতেই বন্ধ হয়ে যায় পোস্ত চাষ। নদী- পাড় সংলগ্ণ থেকে শুরু করে সরিষা খেতের আড়ালে চলছে পোস্ত চাষ । সেই সমস্ত সন্ধান করে প্রশাসনের সহযোগিতায় আবগারি দপ্তর লাঠি দিয়ে কখনও বা ট্রাকটার চালিয়ে নষ্ট করে পোস্ট খেত। সেই অভিযানের লক্ষ্যে এখনো নিয়মিত চালানো হচ্ছে মাঠে ঘাটে অভিযান, চলছে মাইকিং আবগারি দপ্তর এর সৌজন্যে । বীরভূম জেলার খয়রাশোল ব্লক আবগারি দপ্তর ও বীরভূম জেলা পুলিশের কাকড়তলা থানার পক্ষ থেকে যৌথ অভিযানে এবং খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক সহ কৃষি উন্নয়ন আধিকারিকদের একটি প্রতিনিধি দল আজ কাকড়তলা থানার বাবুইজোড় পঞ্চায়েত এলাকার কয়েকটি মৌজায় এবং ভবানীগঞ্জ গ্রামের বেশ কিছু মৌজায় পোস্ত চাষ বন্ধে এই অভিযান চালায়। যদিও চাষের মাঠে বা ক্ষেতে সরেজমিনে তদন্ত করেও পোস্ত চাষের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে সূত্রের খবর। বেআইনি পোস্ত চাষে ধরা পড়লে যে সমস্ত শাস্তি রয়েছে, সেগুলি বাবুইজোড়, কাকড়তলা, বিনোদপুর,পলপাই সহ বিভিন্ন গ্রামে পোস্ত চাষ বন্ধে মাইকিং করা হয়। বেআইনি পোস্ত চাষ অভিযানে বুধবার উপস্থিত ছিলেন কাকড়তলা থানার এ এস আই সাক্ষী গোপাল বাগ্দী, খয়রাশোল ব্লক আবগারি ও সি সমীর ঘোষাল সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য গত কাল থেকে খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct