আপনজন ডেস্কঃ হাওড়া জেলার উলুবেড়িয়া পুরসভার অন্তর্গত ১১ নাম্বার ওয়ার্ড-এ আইটিআইতে "দুয়ারে সরকার" কর্মসূচিতে বুধবার প্রকল্পগুলির সুবিধা নিতে প্রচুর মানুষের ভিড় হয়।
পুরসভার মুখ্যপ্রশাসক অভয় দাসের নেতৃত্বে কর্মীরা ভালো কাজ করছেন বলে জানান উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি নিজেও আইটিআইতে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার দেখভাল করেন। এসডিও অরিন্দম বিশ্বাসও উপস্থিত থেকে এই কর্মকাণ্ডের তদারকি করেন।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমুখী এই প্রকল্পগুলির কোনও তুলনা হয় না। শুধুমাত্র ভারতের মানুষ মনে রাখবে তা নয়, পৃথিবীর মানুষ মনে রাখবে। ইদ্রিস আলী এদিন বিজেপির সমালোচনা করে বলেন, ওদের শুধু মুখে বড় বড় কথা আছে, মানুষের উন্নয়নে ওরা থাকে না।
এছাড়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান, সুরজিত দাস, সমাজসেবী বেণুকুমার সেন, কো অর্ডিনেটর ওসি রঞ্জন অধিকারী, হোসেন কাজী, মেহেদী হাসান সরকার ওরফে লাল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct