আপনজন ডেস্ক: মানুষের প্রয়োজন মেটাতে এবং বাংলার সরকারের প্রকল্পগুলোকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার কলকাতার ৬৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ইকবাল আহমেদের তত্ত্বাবধানে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘দুয়ারে সরকার’ শুভ সূচনা হল। এইদিন এলাকার মানুষদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়। জানা গিয়েছে যে এই কাম্প চার দফায় ৬৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাই মোট চার বার হবে।
এই প্রকল্পে মোট ১১ টি পরিষেবা দেওয়া হবে যেমন স্বাস্থ্যসাথী, কাস্টের সার্টিফিকেট, জয় জোহার, তপশীলি বন্ধু, খাদ্য সাথি, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, ১০০ দিনের কাজ প্রভৃতি।
এইদিন উপস্থিত ছিলেন সমাজসেবী সারিক আহমেদ। এলাকার মানুষদের, সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct