আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামের পিছিয়ে পড়া মানুষগুলো যারা এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে "দুয়ারে দুয়ারে সরকার " কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্য সরকার। মঙ্গলবার এই কর্মসূচির শুভ সূচনা হয় পাত্রসায়র ব্লকের পাত্রসায়র পঞ্চায়েতে। পাত্রসায়ের পঞ্চায়েতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাশাসক ড. অরুণ প্রসাদ। তিনি নিজে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এর পাশাপাশি সরকারি আধিকারিকরা সাধারণ মানুষদের সমস্যার কথা কম্পিউটারে নথিভূক্ত করে নিচ্ছেন আগামী দিনে দ্রুত সেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে খুশি গ্রামের পিছিয়ে পড়া সাধারন মানুষগুলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাত্রসায়ের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ বাঁকুড়া জেলা শাসক ডক্টর অরুণ প্রসাদ। জেলাশাসক অরুণ প্রসাদ বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চারটি করে ক্যাম্প করছি এবং আগামী দু'মাসের মধ্যে গোটা জেলায় এক হাজার দু'শ ক্যাম্প করা হবে বলে তিনি জানান। এই ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষদের শিক্ষাশ্রী কন্যাশ্রী স্বাস্থ্য সাথী প্রভৃতি একাধিক সরকারি প্রকল্প প্রদান করা হবে।