আপনজন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে বিজনেস সামিট করে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শিল্পপতি ও শিল্পসংস্থার প্রতি বার্তা দিয়েছিলেন এ রাজ্যে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে এল তাদেরকে সার্বিক সহযোগিতা উজাড় করে দেওয়ার। যেমন কতা তেমন কাজ। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে তথ্যপ্রুযুক্তি শিল্পের প্রসারে ২০টি তথ্য প্রযুক্তি সংস্থাকে জমি দিচ্ছে রাজ্য সরকার। এছাড়া আজিম প্রেমজির সংস্থা উইপ্রো তাদের তথ্য প্রযুক্তি শিল্পের প্রসারে রাজ্য সরকারের কাছে যে জমি চেয়ে আবেদন করেছিল, তা মঞ্জুর করা হয়েছে। উইপ্রোকেও তাদের চাহিদা মতো জমি দেওয়া হবে।
এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। তারপর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে জমি দেয়ার ব্যাপারে নিজেই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এর আগে তথ্য প্রযুক্তি হাবের জন্য নিউ টেউনের সিলিকন ভ্যালিতে একমো একর জমি দিয়েছিল। খালি পড়ে থাকতে পারে মনে হলেও সেই জমি কিন্তু বিভিন্ন সংস্থা নিয়েছে। এখন আরও জমি দেওয়ার দাবি উঠছে। তাই আরও একশো একর জমি সিলিকন ভ্যালির জন্য দেওয়া হল। এখানে মূল শিল্পের পাশাপাশি অনুসারী শিল্পও গড়ে উঠবে। মুখ্যমন্ত্রীর আশা, এর ফলে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠলে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। তবে শুধু নিউটাউন নয়, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জলপাইগুড়িতে স্টার সিমেন্টকে জমি দিয়েছে রাজ্য সরকার। সেই জমিতে কারখানা গড়ে উঠলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ওই এলাকার যুবকদের।
অন্যদিকে, অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসকেও জমি দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী ইনফোসিসকে এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। তাতে সদর্থক সাড়া মিলেছে। ইনফোসিস একটি ডেভেলপমেন্ট সেন্টার তৈরির করার প্রজেক্ট এ মাসের তৃতীয় সপ্তাহে জমা দেবে। আর, তাার ২০২১ সালের জুলাই মাস নাগাদ নির্মাণ কাজ শুরু করবে। আগামী দু বছরের মধ্যে উনফোসি সেটি চালু করবে বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct