আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচেও মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম দু’ম্যাচ হেরে ইতিমধ্যেই তিনম্যাচের সিরিজ খুইয়েছে নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে দল ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফিরলেন ভারত অধিনায়ক। ৩৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন কোহলির ব্যাটে একসময় ম্যাচ জয়ের আশা জিইয়ে রেখেছিল ভারত। কিন্তু ৮৯ রানে ভারত অধিনায়ক ফিরতেই সেই জয়ের আশা শেষ হয়ে যায়।
তবে দল ম্যাচ হারলেও এদিন আন্তর্জেতিক ক্রিকেটে এদিন একটি মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক। বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার পূর্ণ করলেন ভারত অধিনায়ক। ১১ রানের জন্য এদিন এসসিজিতে ওয়ান-ডে ক্রিকেটে ৪৪তম শতরান হাতছাড়া করেন কোহলি। তবে শতরান হাতছাড়া হলেও এদিন ব্যক্তিগত ৮৬ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ওয়ান-ডে ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেন দিল্লি তিনি।
এই মাইলস্টোন ছুঁতে ভারত অধিনায়কের ৪১৮ ম্যাচে ৪৬২ ইনিংস লাগল। বিশ্বক্রিকেটে সর্বাধিক রানের নিরিখে শীর্ষে সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে এই কিংবদন্তির ঝুলিতে রয়েছে ৩৪,৩৫৭ রান। ২৮,১০৬ রান সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকরা। আপাতত সবক’টি ফর্ম্যাট মিলিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রান পূর্ণ করা কোহলির ঝুলিতে রয়েছে ১১,৯৭৭ ওয়ান-ডে রান, ৭,২৪০ টেস্ট রান এবং ২.৭৯৪ টি২০ রান। ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের নিরিখে ভারত অধিনায়ক আপাতত সচিন তেন্ডুলকরের রেকর্ড ৪৯টি শতরান থেকে ছ’ধাপ দূরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct