আপনজন ডেস্ক: কাল কিংবদন্তি মারাদোনার স্মরণে ১০ মিনিট বন্ধ থাকল জুভেন্তাস ও বেনেভেন্তো ম্যাচ৷ বুধবার ৬০ বছর বয়সে পরলোকে গমন করেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক৷
পৃথিবীর নানা প্রান্তে ফুটবলের কিংবদন্তিকে স্মরণ করছে ফুটবলপ্রেমীরা৷ তেমনই দৃশ্য দেখা গেল শনিবার রাতে জুভেন্তাস-বেনেভেন্তো ম্যাচে৷ মারাদোনার স্মরণে ১০ মিনিট ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিরি-এ কর্তৃপক্ষ৷ গ্যালারিতে ভেসে ওঠে “Ad10s Diego”৷ ইতালির এই লিগে নাপোলির হয়ে সাত মরশুম খেলেছেন ম্যারাডোনা৷ ১০ নম্বর জার্সি গায়ে খেলতেন তিনি৷ যা এখনও স্মরণে রেখেছে ফুটবলপ্রেমীরা৷
এই ম্যাচ অবশ্য জিততে পারেনি জুভেন্তাস৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া ম্যাচ ড্র করে তারা৷ রোনাল্ডো বিশ্রামে থাকায় জুভেন্তাসের আক্রমণের ভার পড়েছিল পাওলো দিবালা ও মোরাতার কাঁধে। ২১ মিনিটে প্রথম আক্রমণে মোরাতা দলকে এগিয়ে দেন। ফেদেরিকো চিয়েসার বাড়ানো বল ধরে বাঁ-পায়ের শটে জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।
খেলার ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন দিবালা। অ্যারন রামসের পাস ধরে আর্জেন্তিনার এই ফরোয়ার্ডের শট বাঁ-দিকের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে সুযোগ মিস করেন রামসেও। ৬০ মিনিটে দিবালার ক্রসে মোরাতার হেড পোস্টের গা ঘেষে বেরিয়ে যায়। ৮৬ মিনিটে ফেদেরিকো বের্নার্দেস্কির ক্রসে দিবালার শট কোনোমতে ফেরান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কুলুসেভস্কির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ডিফেন্ডাররা ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct