ডায়মন্ড হারবার: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ। একের পর এক নেতা ও বিধায়কদের বিদ্রোহ যেন তৃণমূল কংগ্রেসের ভিত নাড়িয়ে দিচ্ছে। কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় থেমে থাকার পাত্রী নন। বাজিয়ে দিলেন ভোটের ডঙ্কা।
রবিবার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত মুচিশাতে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এক বিশাল জনসভা করলেন। বুঝিয়ে দিলেন তাঁর শক্তি। নাম না করেই সাতগাছিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে তুললেন, প্যারাসুটে নামা, লিফটে ওঠা'র প্রসঙ্গ। নাম না করে বললেন, "লিফটে উঠলে ৩৫টি পদের অধিকারী হতাম।" একইসঙ্গে ঘুরিয়ে তোপ দাগলেন 'বিশ্বাসঘাতক' বলেও। এদিনের সভায় অভিষেক বলেন, "কেউ প্যারাসুটে নামেনি বা কেউ লিফটে ওঠেনি। যদি লিফটে উঠতাম, তাহলে ৩৫টা পদের অধিকারী হতাম। কিন্তু অনেক পদ দখল করে থাকিনি। যদি প্যারাসুটে নামতাম, তাহলে দক্ষিণ কলকাতা থেকে লড়তাম। আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। কিন্তু আমি ডায়মন্ডহারবারের সাংসদ। অনেকে অনেক কথা বলে।" এরপরই সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। বলেন, "যদি কেউ মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের স্বার্থ চরিতার্থ করতে যদি কেউ বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য যদি কেউ মেরুদণ্ড বিকিয়ে দিতে পারেন, তাহলে কি আপনারা ছেড়ে কথা বলবেন?"অভিষেকের প্রশ্নের উত্তরে সমবেত জনতা সমস্বরে উত্তরে দেন, "না।" উপস্থিত জনতার থেকে সদর্থক সমর্থন পেয়েই অভিষেক আরও বলেন, "বাংলা ছবিতে একটা সংলাপ আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে পাওয়া যায় না। বিশ্বাসঘাতকতা করলে কড়ায়গন্ডায় জবাব দেওয়া হবে। দল আমাদের মা নয়?" জানতে চান তিনি। সাতগাছিয়ার সভা থেকে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট বার্তা, পদ নয়, পতাকা-ই সব। আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct