আপনজন ডেস্ক: উত্তর পরগনার জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত হল সিরাতুন্নবী সেমিনার। সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আবদুল মাতিন বলেন, আদর্শ মানুষ হতে গেলে নবী হজরত মুহাম্মদ সা. কে ফলো করুন। নবীজিকে এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠনো হয়েছে। তাই লেখাপড়া ছাড়া শিক্ষা ছাড়া, দেশ তথা পৃথিবী এগোবে না। তাই মাস্টার ও ওলামা সম্প্রদায়কে এগিয়ে এসে দুই শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে নতুন সমাজ গড়ার ডাক দেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক আব্দুল মাতিন বলেন, আজকে এই তিতুমীরকে যেমন ভুলে যাওয়া হচ্ছে। ঠিক তেমনি পৃথিবী থেকে নবীজির ইতিহাসকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হচ্ছে। নবীজিকে জলসা, মিলাদ মাহফিলের মাধ্যমে সীমাবদ্ধ রাখলে হবে না। তিনি যে একজন সোশ্যাল সায়েন্টিস্ট সেটা আমাদেরকে সকলের সামনে তুলে ধরতে হবে। ত্যাগ কাকে বলে সেটা নবীজি শিক্ষা দিয়ে গেছেন। বিধায়ক কাজী আবদুর রহিম দিলু বলেন, বিশ্বজুড়ে যে অবক্ষয় শুরু হয়েছে। তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে নবী হজরত মুহাম্মদ সা.এর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। ফ্রান্সে নবীজির অপমান এর ঘটনার নিন্দা জানিয়ে বিশিষ্ট চিত্র পরিচালক মুজিবুর রহমান বলেন, সবাই কিন্তু নবীজিকে টার্গেট করছেন। শার্লি এবদো বা কার্টুনিস্টরা নবীজিকেই বেছে নিচ্ছেন, আসলে এটা নিজেদের পাবলিসিটির একটা কৌশল বলে তিনি মনে করেন। গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দজী মহারাজ বলেন, আমি দৈনিক পবিত্র কুরআন শরীফ পড়ি। আমি অনুধাবন করে দেখেছি, এতে শুধু আছে শান্তি আর শান্তি। ইসলাম ধর্ম বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে।
সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, নবীজি আমাদের সামনে রহমত স্বরূপ এসেছেন। তিনি শুধু মুসলিমদের নয় সমগ্র মানব জাতির কাছে রহমতস্বরূপ। এদিনের সভা থেকে বিশ্ব নবী স্মৃতি স্মারক ২০২০ তুলে দেওয়া হয় সিরাত সভাপতি হাজী আকবর আলীকে। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী ড. আবদুল কাইয়ুম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাফাত আলি, জেলা ইমাম প্রতিনিধি মাওলানা হাসানুজ্জামান, ইমাম মাওলানা নুরুল হক, ওয়াসিম আকরাম প্রমুখ। উপস্থিত ছিলেন সোনালী মিস্ত্রি, হাফেজ আজিজউদ্দিন, শাজাহান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct