সোনারপুর: শুভেন্দু অধিকারীর অনুগামী' ব্যানার ক্রমেই ছাড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। দিনের পর দিন তিনি যেমন অরাজনৈতিক কর্মসূচি নিয়ে যাচ্ছেন তেমনি বেড়ে চলেছে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার সোনারপুরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নন্দীগ্রাম থেকে উঠে আসা এই নেতা কেন্দ্রীয় মন্ত্রিসভা জায়গা করে নিয়েছিলেন রাজ্য মন্ত্রীসভার একাধিক গুরুত্ব পূর্ণ দায়িত্ত্বে। দলের যুব সভাপতি থেকে চলে এসেছিলেন দলের করে কমিটিতে। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি অরাজনৈতিক কারসূচী করে যাচ্ছেন জেলা টাটা রাজ্যের বিভিন্ন জায়গাতে। সম্প্রতি তিনি মন্ত্রিসভা ও বেশ কিছু পদ থেকে ইস্তফা দিয়েছেন তবে তিনি এখনই তৃণমূলের বিধায়ক আছেন।
এদিকে মেদিনীপুর, হাওড়া, ঘুটিয়ারিসারীফ হয়ে সোনারপুরে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা ওই ব্যানার লাগিয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন তৃণমূল কর্মী- সমর্থকরা।
শনিবার সকালে ওই ব্যানার চোখে পড়ে স্থানীয়দের। সোনারপুর থানার ঢিল ছোড়া দূরত্বে রেল ওয়ে ওভার ব্রিজের উপর ওই ব্যানার লাগানো হয়। এর আগে 'আমরা দাদার অনুগামী' পোস্টার-ব্যানার লাগাতে দেখা গেছে দুই মেদিনীপুরসহ রাজ্যের বিভিন্ন এলাকায়। তবে সোনারপুরের ব্যানারটিতে সম্পূর্ণ ভিন্ন ভাবে সরাসরি শুভেন্দু অধিকারীর নামে ব্যানার লাগানো হয়।
ওই ব্যানারে 'আমরা শুভেন্দু অধিকারীর অনুগামী' লেখা ছাড়াও শুভেন্দুর একটি ছবি লাগানো ছিল। ব্যানারটিতে কোন দলীয় প্রতীক বা দলের নাম ব্যবহার করা হয়নি। এবিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিছু বলতে রাজি হননি। বিজেপি যুব মোর্চার নেত্রী অমৃতা ব্যানার্জী বলেন, দল ত্যাগের আগে কোন অনুগামী শুভেন্দুকে ধরে রাখতে চাইছেন। তবে কোন লাভ হবে না। তৃণমূল দল শেষ হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct