পুরুলিয়া: রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা , বেসরকারীকরণ নীতি ও বিজেপি শাসিত রাজ্যে নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার এক বিশাল বাইক মিছিল কর্মসূচি গ্রহণ করা |জানা যায় এদিনের এই কর্মসূচিটি পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত সার্কিট হাউস থেকে শুরু হয় এবং পুরো পুরুলিয়া শহর ছাড়াও পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ড পরিক্রমা করা হয় |এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো | বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান ,কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বেসরকারিকরণ নীতি ও বিজেপি শাসিত রাজ্যে নারীদের উপর নির্যাতনের প্রতিবাদেই আজ আমাদের এই কর্মসূচি |পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নব্যেন্দু মহালী বলেন ,বাংলার জন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন গুলো ছিল তার ফোকাস এবং পুনরায় যাতে আমাদের এই সরকার প্রতিষ্টিত হতে পারে সেই সব বিষয়গুলোই জনগণের কাছে তুলে ধরা হয় এই বাইক মিছিলের মাধ্যমে |পাশাপাশি কেন্দ্র সরকারের আমাদের রাজ্যের প্রতি বঞ্চনা ,বিভিন্ন প্রকল্প তুলে দেওয়া যার মধ্যে নভেম্বর থেকে রেশন ব্যাবস্থার ফান্ডিং তুলে দেওয়া ,রেল পরিষেবা বন্ধ করে দেওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়েই এই বাইক মিছিল হয় বলে তিনি জানান |জেলা তৃণমূল সূত্রে জানা প্রায় শ'পাঁচেক বাইক এই মিছিলে অংশ নেয় |উপস্থিত ছিলেন পুরুলিয়া শহর সভাপতি তৃণমূল কংগ্রেসের বিভাস দাস ,জেলা তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মাহাত, গৌরব সিং প্রমুখরা |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct