আপনজন ডেস্ক: বিরোধী বিজেপি যতই কুৎসা ছড়াক না কেন, উন্নয়নের আলোয় চলবে প্রচার,শুক্রবার এমনটাই বুঝিয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যবাসী কি কি সুবিধা পাচ্ছেন, সেটার ডালি সাজিয়ে একটি কর্মসূচির সূচনা করলেন নগরোন্নয় মন্ত্রী। শনিবার চেতলায় ‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’ শিরোনামে একটি প্রচারাভিযানের সূচনা করে। এই একই শিরোনামে একটি বুকলেটও তৈরি করা হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যয়ের অনুপ্রেরণায় চালু হওয়া উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই অভিনব প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে ঘাসফুল শিবির। গত কিছুদিনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অসন্তোষ সামনে এসছে। কোচবিহার বিধায়ক মিহির গোস্বামীর পর শুভেন্দু অধিকারিকে নিয়ে তৃণমূল খানিকটা অস্বস্তিতেই পড়েছে।
একই সঙ্গে বিরোধীরাও এই সমস্ত কিছুকে ভোটে জয়ী হওয়ার জন্য ঘুঁটি বানাচ্ছে। রাজ্যে বেশ কয়েকটি জেলায় সভা করে শাসকদলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এণ্ড কোম্পনী। ব্যক্তিগত আক্রামণ ও কুৎসাই এখন মানুষের নজর ঘোরাতে বিজেপির তুরুপের তাস। তাই বিরোধীদের চালকে মাত দিতে ও বিভাজনের রাজনীতির খপ্পর থেকে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার এখনও উন্নয়নের ওপরেই আস্থা রাখছে। দীর্ঘকালের বাম জামাকে মাত দিয়ে ছিল উন্নয়নের প্রতিশ্রুতি। ক্ষমতায় আসতেই তৃণমূল যে সেই প্রতিশ্রুতিগুলিকে পালন করেছে তার চাক্ষুস প্রমাণ হবে এই বুকলেট, এমনটাই দাবি তৃণমূল শিবিরের।
এদিন বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাড়ি বাড়ি গিয়ে এই বুকলেট বিলি করা হবে। এতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কি ভাবে, কোন মানুষ, কোনও প্রকল্প আবেদন করতে পারবেন সেই সমস্তই রয়েছে এই বইতে। একই সঙ্গে বই বিলি করার দায়িত্ব যাদের ওপর রয়েছে তারাও বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন।
বিজেপি প্রসঙ্গে ফিরহাদের উক্তি,’ঝাল মুড়ির মতো যে আসছে তাকেই দলে নিয়ে নিচ্ছে বিজেপি। বিজেপির কোন নীতি আদর্শ নেই। যে সমস্ত রাজনৈতিক নেতার কোন আদর্শ নেই তারাই বিজেপিতে যোগদান করছে। তৃণমূলের একটা আদর্শ রয়েছে, নীতি রয়েছে। সেই নীতি আদর্শ মেনে তৃণমূল পরিচালিত হয়।’
তিনি আরও বলেন, ‘তৃণমূল মানুষের দল। বাংলার মাটিতে আন্দোলন করে এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে। বিজেপির মত ইমপোর্টেড দল তৃণমূল কংগ্রেস নয়।তৃণমূল কংগ্রেসকে শেষ করার স্বপ্ন কোনদিন সফল হবে না বিজেপির। তৃণমূল ছিল, আছে, থাকবে বিজেপির এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct