আপনজন ডেস্ক: নলহাটি মোড়গ্রাম ১৪ নাম্বার জাতীয় সড়ক সংস্কারের দাবিতে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধে নামলেন নলহাটি ১নং ও নলহাটি ২ নং ব্লক এলাকার বাসিন্দারা। নলহাটির গোপালপুর, কলিঠা, মাঠ কলিঠা, ভেলিয়ান, শ্রীপুর, কয়থা,লোহাপুর কাঁটাগড়িয়া মোড়,নাকপুড় চেকপোষ্ট বাস স্ট্যান্ড নিয়ে মোট নয় জায়গায় সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। যার জেরে জাতীয় সড়কের উপর তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও নলহাটি থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। উল্লেখ্য, নলহাটি মোড়গ্রাম ১৪ নাম্বার জাতীয় সড়কের কালো পিচ উঠে বড়ো বড়ো গর্তের উপর দিয়ে চলে ওভার লোডেড গাড়ি। ফলে গাড়ি উল্টে গিয়ে বিপদ ডেকে আনে সাধারণ মানুষের জীবনে। নিত্য যাত্রী থেকে পড়ুয়াদেরও ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে করতে হয় যাতায়াত। জাতীয় সড়ক অকেজো হওয়ায় ধুলোর দাপটে সাধারণ মানুষের জীবন ওঠে অতিষ্ট। শ্বাসকষ্টের মত মারণ অসুখে পড়ছে সাধারণ মানুষ। মাঠের ফসল ক্ষতির কবলে। ফলে ক্ষুব্ধ এলাকার কৃষকরাও। এ দিন সড়ক অবরোধে বড়দের, সাথে শিশুরাও হাতে প্ল্যা কার্ড নিয়ে অবরোধে সামিল হতে দেখা যায়। সড়ক অবরোধকারিদের মধ্যে মুজিবুর রহমান বলেন দীর্ঘ দিন ধরে আমারা কেন্দ্র ও রাজ্য সরকারকে আবেদন করছি গুরুত্বপূর্ণ
এই জাতীয় সড়ক সংস্কারের। কিন্তু আমাদের কথায় তারা কোনও কান দিচ্ছে না। তাই এই সড়ক অবরোধ করে আমরা সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।