আপনজন ডেস্ক : শিশুমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিল রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ডব্লিউএইচও। তাদের রিপোর্ট বলছে, সারা বিশ্বে প্রতি ৮০ সেকেন্ড একজন করে শিশু পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। শুধু তাই নয় সারা বিশ্বে প্রতিবছর প্রায় ৩ লক্ষ ৭২ হাজার মানুষের এই ভাবেই মৃত্যু হয়।
সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ডুবে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি এশিয়াতে ঘটেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে ৯১ শতাংশ শিশুর এই ভাবেই অকালে প্রাণ গিয়েছে। আসলে এই সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি উন্মুক্ত জলাশয়ের পানি ব্যবহৃত হয়। দৈনন্দিন কাজ যেমন স্নান করা, মাছ ধরা, অথবা জলপথে পারাপার করা ইত্যাদি এই সমস্ত জলাশয়ের মাধ্যমে হয়। তাতে অনেক সময় ঝুঁকির সম্মুখীন হতে হয় মানুষকে।
এই সময় দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। ১৪ বছরের নিচে ৪০ শতাংশ শিশু এই ভাবেই মারা যায়। বিশ্বে বয়স্কদের চাইতে ১৮ বয়সের নিচে শিশুরা তিনগুণ বেশি পানিতে ডুবে মারা যায় বলেও জানাচ্ছে সংস্থাটি।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস, জন হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট জানায়, বিশ্বের সব দেশের শিশু মৃত্যুর একটি অন্যতম বড় কারণ পানিতে ডুবে মৃত্যু। বিশ্বজুড়ে এক থেকে চার বছরের শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে, তারপর পাঁচ থেকে নয় বছরের শিশুরা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত জনস্বাস্থ্য সমস্যা।
প্রতিকার হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে যদি জলাশয় উন্মুক্ত না রেখে তা সুরক্ষিত রাখা যায় তাহলে ৭৫ শতাংশ শিশুর জীবন বাঁচানো সম্ভব। এছাড়াও শিশুকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখলে এ দুর্ঘটনা রোধ করা সম্ভব।এছাড়াও অভিভাবকদের সচেতনা বৃদ্ধি, সামাজিক সচেতনা বৃদ্ধি, শিশুদের সুরক্ষায় ডে কেয়ার স্থাপন, সাঁতার শিখানো, বাড়িতে শিশু বেষ্টনী তৈরির মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct