বাঁকুড়া: সবে মুখ্যমন্ত্রীর তিনদিনের জেলা সফর শেষ হয়েছে। তারই মধ্যে অব্যাহত কলেজের অস্থায়ী কর্মচারীদের অনশনকর্মসূচি। " হয় ভাত দিন নইলে বিষ দিন " এই স্লোগানে বিভিন্ন দাবিতে তাঁদের অনশন ২৬টা দিন পার করল।
বাঁকুড়া সফরে থাকাকালীন কলেজের অস্থায়ী কর্মচারীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান " হয় ভাত দিন, নইলে বিষ দিন " । বর্তমান সরকারের আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে তা বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
আজ বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে একটি মিছিল করে খ্রিস্টান কলেজের মূল গেটের সামনে বাঁকুড়ার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছেন । ছাব্বিশ দিন তাঁদের অনশন চললেও সরকারি তরফে এখনও সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।
তাঁদের ক্ষোভ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছিলেন, তখন তাঁর হাতে দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। আশ্বাস মিলেছিল সমস্যা সমাধানের। কিন্তু তারপরেও কোন রকম সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। ফলে আজ থেকে তাঁরা আমরণ অনশনকর্মসূচিতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা থেকে আসা বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা।
বাঁকুড়া জেলা অস্থায়ী কর্মী সংগঠনের সভাপতি সদানন্দ সাউ বলেন, মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় তিন দিন কাটিয়ে গেলেন এবং তাঁর হাতে আমরা একটি স্মারকলিপি তুলে দিয়েছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের জন্য। তার পরেও সরকারি উদ্যোগ না থাকায় আমরা আমরণ অনশন কর্মসূচি নিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct