আপনজন ডেস্ক: ঘূর্ণিঝড় নিভার আর কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়বে। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, বিকেল ও সন্ধ্যের মধ্যে ভারতের পুদুচেরি ও তামিনাড়ুতে বিরাট শক্তি নিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় নিভার।ঝড়ের গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪৫ কিমি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শক্তি সঞ্চয় করে বিরাট আকার ধারণ করেছে নিভার।ঝড়ে আগাম বার্তায় তটস্থ তামিলনাড়ু, পুডুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলি।ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। বুধবারের ৪৯ টি বিমানও বাতিল করা হয়েছে।
ক্ষয়ক্ষতি আশঙ্কায় চিন্তিত প্রসাশন। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরিতে। দক্ষিণের এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct