খার্তুম: করোনায় আক্রান্ত হয়ে ছিলেন সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী আল-মাহদি। আমিরাতের হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিরারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৮৪ বছর। সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মাহদি। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতায় আসেন। মাহদি এর পর সুদানের ক্ষমতাচ্যুত হন।
গত মাসে আল-মাহদী করোনায়ভাইরাসে আক্রান্ত হন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং সুদানে হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আমিরাতে স্থানান্তর করা হয়েছিল। শুক্রবার সকালে সুদানের ওমদুরমান শহরে আল-মাহদিকে দাফন করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তার দল উম্মা পার্টি। তবে তিনি উম্মা পার্টির প্রধান ছিলেন। সেখানে তাঁর উত্তরসূরি কে হবে সে ব্যাপারে এখনও কোনো ঘোষণা এখনও করা হয়নি, তবে সম্প্রতি রাজনৈতিক আলোচনায় তার মেয়ে মরিয়ম সাদিক আল-মাহদিকে দলনেতা হিসেবে দেখা যাচ্ছে।
তবে ইতিমধ্যে বিশ্ব জুড়ে করোনার সুস্থতার হার বেড়ে বলে দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৪ লক্ষ ২৫ হাজার ৮২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৬ কোটি ৭ লক্ষ ৩৮০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৭২ লক্ষ ২৪ হাজার ২৪০ জন চিকিৎসাধীন এবং ১ লক্ষ ৩ হাজার ৮৮৭ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct