আপনজন ডেস্ক: আমেরিকা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের গুণমান সমীক্ষক সংস্থা কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) সোমবার এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এক র্যাঙ্কিং প্রকাশ করেছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এবারও সবার ওপরে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। এশিয়ার সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের তালিকার সেরা ৫০০-এর মধ্য চিনের ১২৪টি বিশ্ববিদ্যালয় আছে। এ ছাড়া ভারতের ১০৬টি, জাপানের ৯৮টি ও দক্ষিণ কোরিয়ার ৮৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় আছে।
তবে, ভারতের শীর্ষ ৭৫ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। তাদের মধ্যে শীর্ষ ছটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে আইআইটি। আইআইটির মধ্যে প্রথমে রয়েছে আইআইটি বোম্বে, দ্বিতীয় বেঙ্গালুরুর আইআইএসসি, তৃতীয় আইআইটি মাদ্রাজ, চতুর্থ আইআইটি দিল্লি, পঞ্চম আইআইটি খড়গপুর, ষষ্ঠ আইআইটি কানপুর।
তবে, আইআইটি ব্যতিরেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে আছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। আর সার্বিকভাবে সপ্তম। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পরেই স্থান করে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় অধিকার করেছে তৃতীয় স্থান। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct