আপনজন ডেস্ক: অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার মোটেও খাওয়ার জিনিস নয়। এটি পান করলে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সতর্কবার্তা না শুনলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার নমুনা দেখা গেল রাশিয়ায়। সাখা অঞ্চলে স্যানিটাইজার পান করে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। কোমায় চলে গিয়েছেন আরও ২জন। জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব রাশিয়ার সাখা বা ইয়াকুতিয়া অঞ্চলের এক বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে নেশা করতে মদের বদলে স্যানিটাইজার পান করেন নয় বন্ধু।এতে বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি ছয়জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে মৃত্যু হয়েছে আরও চারজনের। বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক। তারা এখন কোমায় রয়েছেন। জীবন বাঁচাতে দরকার হচ্ছে ভেন্টিলেশনেরও। ঘটনাস্থল থেকে হ্যান্ড স্যানিটাইজারের পাঁচ লিটারের একটি বোতল উদ্ধার করেছেন তদন্তকারীরা। বোতলটি স্থানীয় একটি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct