আপনজন ডেস্ক: এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নতুন নামকরণ করে হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর। অযোধ্যা বিমানবন্দরের নাম শ্রীরামের নামে করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বিষয়ে নাম পরিবর্তনের প্রস্তাব পাস করানো হবে ও তা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য মন্ত্রক থেকে জানানো হয়, অযোধ্যা বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের তৈরি করা হবে। ২০২১ সালের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, অযোধ্যায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রাম মন্দির। সেই মন্দিরকে তৈরি হতে চলেছে অন্যতম পর্যটন কেন্দ্রও। সেই সূত্রেই অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct