ভাঙড়: ভাঙড়ের মাটি থেকে আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সওকাত মোল্লা। বুধবার নিউটাউন লাগোয়া ভাঙড়ের হাতিশালায় ভাঙড় ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক জনসভায় থাকলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি আসন জিতে দেখান বলে চ্যালেঞ্জ করেন তৃণমূল নেতা।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্বাস সিদ্দিকীর নাম না করে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা বলেন, "কেউ কেউ বলছেন দক্ষিণ চব্বিশ পরগনার ৩১ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস নাকি এককটিও পাবেনা! আজকে এই সভা থেকে আমি চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তাহলে এই জেলায় একটি আসন জিতে দেখান। তবেই আমরা বলব যে, বড়ো বড়ো কথার দাম আছে। অত সোজা নয়।" তিনি দাবি করেন, "একুশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করবেন। আর তার প্রধান কারিগর হবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ। এই জেলার সবকটি আসনই তৃণমূল জয়লাভ করবে।" এদিন সওকাত মোল্লা ভাঙড় সম্পর্কে বলেন, "দল যাকেই প্রার্থী করুক ভাঙড়ে সে জিতবে। ভাঙড় একটা ঐতিহ্যশালী জায়গা। আজকে শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের ইতিহাসে ভাঙড়ের একটা উল্লেখযোগ্য নাম আছে।" তিনি বলেন, "ভাঙড়, ক্যানিং, সোনারপুরে সাম্প্রতিক শক্তির কোন স্থান নেই।" এদিন তিনি বিজেপির বিরুদ্ধেও তীব্র বিষোদগার করেন।
উল্লেখ্য কিছুদিন আগে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী দাবী করেছিলেন, যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শাসকদল একটিও আসন পাবেনা। ভাঙড়- ক্যানিংকে পাখির চোখ করে আব্বাস ইতিমধ্যে চন্ডীপুর, গাজীপুর, ফুলবাড়ীসহ একাধিক মিটিং করেছেন। চলতি মাসের ২৮ তারিখেও আব্বাস সিদ্দিকীর ভাঙড়ের নারায়ণপুরে সভা করার কথা।
উল্লেখ্য বেশ কয়েক মাস ধরেই আব্বাস- সওকাতের লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বক আব্বাস নিয়ে যথেষ্ট চিন্তিত। প্রবল শীতেও রাজনীতির পারদ চড়ছে ক্যানিং- ভাঙড়ে।
ভাঙড়ের ক্ষেত্রে বাম-কংগ্রেস নেতৃত্বও ইতিমধ্যে ঘুটি সাজাতে শুরু করেছে। ময়দানে রয়েছে ক্ষুদ্র আঞ্চলিক দল ওয়েলফেয়ার পার্টিও। তবে সভা- সমাবেশে সবাইকে ছাপিয়ে যাচ্ছে আব্বাস সিদ্দিকী। ফলে ভাঙড়- ক্যানিংএ মুল লড়াই তৃণমূল বনাম আব্বাসের। এমনকি আব্বাস বনাম সওকাতের লড়াইও বলছেন অনেকে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি সাংসদ সুভাষীশ চক্রবর্তী, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শক্তিপদ মন্ডল, রাজ্য তৃণমূলের মুখপাত্র ছাত্রনেতা সুদীপ রাহা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, তৃণমূলের ব্লক সভাপতি অহিদুল ইসলামসহ জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ব। উপস্থিত সবাই কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct