হাসিবুর রহমান, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে কান পাতলেই শোনা যায় রাজনৈতিক হানাহানি, খুন, লুটতারাজ, ঘরে আগুন লেগেই আছে। বাম জামানাতে যেমন পরিস্থিতি ছিল বর্তমান সরকারের আমলেও চলছে সমানে যুব-মাদারের লড়াই। সেই লড়াইয়ের হাত থেকে মানুষকে বাঁচাতে বাসন্তীতে শান্তি ফেরাতে এদিন একই মঞ্চে সবাইকে হাজির করলেন ভাঙ্গন খালি কলতলা গ্রামবাসী। তাদের উদ্যোগে কোভিদ ১৯ এর আক্রমণের কালে রক্তের ঘাটতি মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির আর আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে একই মঞ্চে উপস্থিত হলেন যুব ও মাদার এর নেতৃবৃন্দ।
দলাদলি মধ্যে দিয়ে সমস্ত হিংসাকে হারমানিয়ে এই আয়োজন। আব্দুর রসিদ সেখ সহ ইয়াকুব মোল্ল্যা সিরাজ সরদার বাবলু মন্ডলের নেতৃত্বে সেচ্ছায় রক্তদান শিবির আয়জন করা হয় কলতলা বাজারে। উক্ত রক্তদান শিবিরের উধ্বদন করলেন গোসাবার বিধায়ক শ্রি জয়ন্ত নস্কর। এছাড়া উপস্থিত ছিলেন রাজা গাজী, আমানউল্লা লস্কর, মৌফাক্কার হোসেন মল্লিক, মোসারাফ হোসেন মল্লিক , মোজাম্মেল হক সরদার , আব্দুর রসিদ সরদার, সওকাত মোল্ল্যা, আমিরুল মোল্ল্যা, আহাম্মদদুল্লা লস্কর, মিরাজ সরদার প্রমুখ। এদিন রক্তদান শিবিরে মহিলা সহ ৪৭০ জন রক্ত দান করেন। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম রশিদ শেখ জানান বাসন্তীর মাটি সর্বসময় হানাহানি লেগেই আছে একই দলের গোষ্ঠীদ্বন্দ্বে তাই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এই উদ্যোগ আর কোনো মায়ের কোল যাতে না শূন্য হতে হয় সেদিকে নজর রাখার আহবান জানান। এদিন রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের যুব এবং মাদার উভয় দলের নেতৃত্ব ও কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন সেই সাথে এলাকার বিশিষ্ট গুণীজনরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct