আঙ্কারা: মার্কিন মধ্যস্ততায় তালিবান ও আফগান সরকারের মধ্যে শান্তি চুক্তির গতি ক্রমশ স্থিমিত হচ্ছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেনা সরানোর কথা বললেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর প্রতিষ্ঠা নিয়ে কোনও কথা বলা বলেননি। তবে এবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্য করতে এগিয়ে এল তুরস্ক। প্রায় ৬৩৫ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। মঙ্গলবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে ৭৫ মিলিয়ন ডলার দেবে মুসলিম রাষ্ট্র তুরস্ক।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেনেভার সম্মেলনটিতে অংশ নেন তুর্কি বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হাকান তেকিন। তিনি বলেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিকে ৭৫ মিলিয়ন ডলার দেবে আঙ্কারা। হাকান তেকিনের মতে, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেছিলেন, বার্থ ক্লিনিক, শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মসজিদগুলিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ফলে আমরা জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: