আপনজন ডেস্ক: শশাঙ্ক মনোহর আইসিসি প্রধানের দায়িত্ব ছেড়েছিলেন গত ৩০শে জুন। এতদিন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান দিয়েই কাজ চালিয়ে আসা আইসিসি অবশেষে পেল নির্বাচিত চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রেগ বারক্লে।
দুই দফায় ভোটাভুটি চলার পর ১১-৫ ভোটে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক। আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বারক্লে’কে ছাড়তে হবে নিউজিল্যান্ড ক্রিকেটের দায়িত্ব।
২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। চার বছরেরও বেশি দায়িত্বে ছিলেন তিনি। মনোহরের পর দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বারক্লে।
পেশায় আইনজীবী হলেও ক্রিকেটের সঙ্গে বারক্লে’র পথচলা ২০১২ সাল থেকে। সেসময় তিনি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালকও ছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct