আপনজন ডেস্ক : রাজ্যের সমস্ত গভঃ স্পনসর্ড ও গভঃ এডেড স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীাদের সরকারি কর্মচারীর স্বীকৃতির দাবি জানালো শিক্ষক সংগঠন এপিজিটিডব্লু। সরকারি স্কুলের টিচার ও সরকারি কর্মচারীদের সকল সুযোগ সুবিধার জন্য আজ সংগঠন এর পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরে দাবীপত্র জমা দেওয়া হয় । এছাড়াও পিজিটি স্কেল, হেলথ্ স্কিম, ক্যাস, এরিয়ার সহ বিবিধ দাবীসমূহ নিয়ে শিক্ষা দপ্তরকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান সংগঠনের সম্পাদক চন্দন গরাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct