পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের এবার কোমর বেঁধে একজোট হয়ে মাঠে নামার বার্তা দিলেন কাশীপুর বিধানসভার তৃনমূলের বিধায়ক স্বপন বেলথরিয়া। এদিন কাশীপুর বিধানসভার গৌরাঙ্গডি অঞ্চলে একটি দলীয় কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে মূলত এমনই বার্তা দেন বিধায়ক। গৌরাঙ্গডির অঞ্চলের অন্তর্গত নেতাজী লাইব্রেরী ময়দানে অনুষ্ঠিত হওয়া এদিনের এই কর্মী সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া সহ কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব হেমব্রম, কাশীপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কমল বাউরি ও তৃণমূল কংগ্রেসের গৌরাঙ্গডি অঞ্চল সভাপতি নন্দলাল দে, সহ-সভাপতি লালমোহন ভট্টাচার্য,তৃণমূল নেতা সুপ্রিয় হালদার,বিভাস ভট্টাচার্য,স্বপন কুমার ভট্টাচার্য সহ গৌরাঙ্গডি অঞ্চলের প্রত্যেকটি বুথের বুথ সভাপতিরা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিনের এই কর্মীসভায় উপস্থিত থাকা সমস্ত দলীয় কর্মীদের একত্রিত হয়ে জোরকদমে মাঠে নামার বার্তা দেন বিধায়ক স্বপন বেলথরিয়া। তিনি বলেন,এলাকার প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামবাসীদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনুন এবং সেগুলো সমাধানের চেষ্টা করুন। পাশাপাশি আমাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো মানুষজনদের কাছ থেকে জানার চেষ্টা করুন।
অপরদিকে এই কর্মী সম্মেলনে পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে জেতাতে আপনাদের এখন থেকেই কোমর বেঁধে মাঠে নামতে হবে। ইতিমধ্যেই আপনাদের এই গৌরাঙ্গডি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের জোয়ারকে আগামীদিনেও একই ভাবে বহাল রাখতে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আপনাদের দলকে জেলাতেই হবে।তাই এখন থেকেই কোমর বেঁধে সকল কর্মীদের মাঠে নামতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct