আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের স্রোত সারা সারা বিশ্বে এখনও অব্যাহত। প্রতিদিন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুও। এ পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৬ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আর মারা গেছেন ১৪ লাখের বেশি মানুষ। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটারস।
আন্তর্জাতিক এই সমীক্ষা সংস্থার তথ্যানুযায়ী, বুধবার এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৪৯৭।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্তে দেশটি শীর্ষে। ব্রাজিল ও ভারত রয়েছে মৃত্যুতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
উল্লেখ্য, চিনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তাই করোনাকে মহামারী ঘোষণা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct