আপনজন ডেস্ক: দেশের রাজনৈতিক দলগুলো দল পরিচালনার জন্য বিভিন্ন অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে। এই চাঁদা বা অনুদান সংগ্রহের ক্ষেত্রে অন্য সব রাজনৈতিক দলকে হারিয়ে দিল বিজেপি। গত ২০১৮-১৯ বর্ষে ২০ হাজার টাকার বেশি অনুদান এমন অনুদানের অর্থ দেশের পাঁচটি শীর্ষ রাজনৈতিক দল যে গ্রহণ করেছে তার মিলিত অর্থের পরিমাণ ৯৫১ কোটি টাকা। আর এই অনুদান পরোয়া অর্থের মধ্যে ৬৯৮ কোটি টাকা পেয়েছে বিজেপি একাই। এই তথ্য মঙ্গলবার সামনে এনেছে নির্বাচন ও রাজনৈতিক অনুদান বিশ্লেষক সংস্থা এডিআর।
এডিআর জানিয়েছে, বিজেপি, কংগ্রেস, এনসিপি, সিপিএম ও তৃণমূল কংগ্রেস ৯৫১.৬৬ কোটি টাকা অনুদান পেয়েছে যার মধ্যে কর্পোরেট ও ব্যবসা সংস্থা থেকে পেয়েছে ৮৮১.২৬ কোটি টাকা।
এডিআর জানিয়েছে, রাজনৈতিক দলগুলো সব মিলিয়ে যা অনুদান পেয়েছে তার ৯৫৪ শতাংশ একই পেয়েছে বিজেপি। তারপর কংগ্রেস পেয়েছে ১২৭.৬০ কোটি টাকা।
নির্বাচনী তহবিলে বেশিরভাগ অনুদান পেয়েছে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল। বিজেপি পেয়েছে ৪৭১.৭৮৫ কোটি, কংগ্রেস ৯৮.৮৮ কোটি আর তৃণমূল পেয়েছে ৪২.৯৮ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct