আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে মঙ্গলবার। উদ্বিগ্ন সবাই। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, রাজ্যে করোনা মুক্ত হওয়ার হার বেশ ভাল। কিন্তু সারা দেশে পরিস্থিতি তেমন নয়। তার প্রমাণ পাওয়া গেল আন্তর্জাতিক ম্যাগাজিন ব্লুমবার্গ প্রকাশিত এক সমীক্ষায়।
করোনা মোকাবিলায় পদক্ষেপ নেওয়অর ক্ষেত্রে ৫৩ দেশের পরিস্থিতি নিয়ে ব্লুমবার্গ যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ভারতের স্থান ৩৪। এমনকী ভারতের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশও।
ব্লুমবার্গ মঙ্গলবার করোনা সম্পর্কে যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, বিশ্বের মধ্যে করোনা প্রতিরোধে সবচেয়ে ভাল পদেক্ষপ নিয়েছে জাসিন্ডা আর্ডার্নের দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রাপ্ত নম্বর ৫৮.১। পাকিস্তান ৬১.৭ পেয়ে ২৭ স্থান অধিকার করেছে। আর বাংলাদেশ ৬৪.২ পেযেছে স্থান করে নিয়েছে ২৪তম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct