আপনজন ডেস্ক: আইসিসি এবার বেছে নিতে চলেছে এই দশকের সেরা ক্রিকেটার। সাত জনের সেই তালিকায় রয়েছেন মাত্র ২ ভারতীয়। এই দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মারও৷ তবে দশকের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা না-হলেও ওয়ান ডে ক্রিকেটে এই দশকের সেরা ক্রিকেটারের তালিকায় রয়েছেন দু’জনেই। এই তালিকাতেও রয়েছেন কোহলিও৷ তিন ভারতীয় ছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা ও কুমার সঙ্গকারা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স।
আইসিসি দশকের সেরা ক্রিকেটারের সাত জনের যে তালিকা প্রকাশ করেছে তা হল, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) এবং কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা)৷
দশকের সেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় রয়েছেন বিরাট কোহলি (ভারত), জো রুট ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ও ইয়াসির শাহ (পাকিস্তান)৷
ওয়ান ডে ক্রিকেটে এক দশকের দলে রয়েছেন বিরাট কোহিল, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা (ভারত), কুমার সঙ্গাকারা ও লসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷
এক দশকের সেরা টি-২০ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিরাট কোহিল ও রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং রশিদ খান (আফগানিস্তান)৷
মহিলাদের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ। ওয়ান ডে ক্রিকেটেও দশকের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়৷ তিনি হলেন বাংলার ঝুলন গোস্বামী। তবে দশকের সেরা টি-২০ খেলোয়াড়ের তালিকায় নেই কোনও ভারতীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct