মতিয়ার রহমান: মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা আমতা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল আমতা লোকাল। সূত্রের খবর দক্ষিণ বাড়ি ষ্টেশন কাছে পৌঁছনোর আগেই রেল লাইনে বড়সড় ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন হাওড়া লোকাল। ফলে রক্ষা পেল কয়েক শো যাত্রী।করোনা আবহের জেরে দীর্ঘ আটমাস পর অবশেষে এরাজ্যে লোকাল টেন চালু হয়। কিন্তু সাত সকালে এই ঘটনার জেরে রেলের উদাসীনতাকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ নিত্যযাত্রীরা। দীর্ঘ ঘন্টা যাবৎ মেরামতি না হওয়া চালকের উপর চড়াও হন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct