আপনজন ডেস্ক: বেহাল অবস্থা গুরুত্বপূর্ণ ঘটকপুকুর- সোনারপুর রোড! খানায় খন্দে ভরে উঠেছে গোটা রোড। দূর্ঘনার আশঙ্কায় প্রহর গুনছেন সাধারণ মানুষ! সমস্যায় চালক থেকে যাত্রী।
গুরুত্বপূর্ণ রোডটি জেলার উত্তরতম প্রান্ত ভাঙড়কে সরাসরি যুক্ত করেছে সোনারপুর ও বারুইপুরের সঙ্গে। ভাঙড়ের ঘটকপুকুর থেকে রেল শহর সোনারপুর প্রর্যন্ত বিস্তৃত এই রোড দিয়ে যাতাযাত করে এসডি ৩ ও এসডি ২৪ দুটি রুটের বাস। রুট দুটি যথাক্রমে সোনারপুর ও বারুইপুরে যাতায়ত করে। এমনকি জেলার দক্ষিণতম প্রান্তের প্রায় সব বিধানসভা এলাকার সঙ্গেও ভাঙড়বাসী যোগাযোগ রক্ষা করেন।
দীর্ঘদিন ধরেই বেহাল দশা রোডটির। ফলে সমস্যায় পড়তে হয় গাড়ী চালক ও যাত্রীদের। এই রোডের উপরেই অবস্থিত ঘটকপুকুর বয়েজ ও গার্লস হাই স্কুল, বোদরা বয়েজ ও গার্লস হাইস্কুল, চন্দনেশ্বর হাই স্কুল, প্রসাদপুর হাইস্কুল, মকরমপুর হাই স্কুল ও বিএড কলেজ, জোতিরময়ী স্কুল অফ ল, ও ইংলীশ মিডিয়াম স্কুল। এছাড়া রয়েছে একাধিক হাসপাতাল। রয়েছে একাধিক সবজি বাজার। এই রোড ধরে অপর প্রান্ত থেকে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বাসিন্দারা সরাসরি কোলকাতা, বিধাননগর ও নিউটাউনের সঙ্গে যোগাযোগ করেন। বারুইপুর, সোনারপুর, জয়নগর এলাকা থেকে অনেক ব্যবসায়ী ভাঙড়ের সবজি কিনতেও আসেন।
এই রোড ধরে যাতাযতকারি চালক, পড়ুয়া, চাষী, ব্যাবসায়ী থেকে সকল শ্রেণী পেশার মানুষ সমস্যা নিয়েই যাতায়ত করতে বাধ্য হচ্ছেন। সবাই এখন চাইছেন প্রশাসন রাস্তাটির দ্রুত মেরামত করুক। রাস্তাটি মেরামত হলে ভাঙড়, সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ক্যানিং পূর্ব ও পশ্চিম, জয়নগরসহ বেশ কয়েকটি বিধানসভা এলাকার কয়েকলক্ষ মানুষ উপকৃত হবেন। সাশ্রয় হয়ে বহু সময়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct