আপনজন ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে মঙ্গলবার বাঁশগোড়া থেকে কামারদা বাজার পর্যন্ত বিশাল পদযাত্রায় আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পদযাত্রায় এ দিন কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন পদযাত্রা শেষে কামারদা বাজার এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বাম আমলে হার্মাদদের অত্যাচারের কথা তুলে আনেন। তিনি মনে করান, সেই সময় এলাকার মানুষ হার্মাদের অত্যাচারের প্রতিবাদে কিভাবে গর্জে উঠেছিল। পাশাপাশি এলাকার সেই সময় এলাকার একাধিক নেতৃত্বের নামও প্রকাশ করেন তিনি। বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছিলেন তিনি সবসময় নিপীড়িত মানুষের সঙ্গে রয়েছেন। তাঁর কথায়, যখন খেজুরি এসেছিলাম তখন এলাকায় হার্মাদরা উপস্থিত ছিল। আমাকে দেখে হার্মাদের নেতারা হকচকিয়ে গিয়েছিল অর্থাৎ হতভম্ব হয়ে পড়েছিল। আমরা তাড়া করি হার্মাদ বাহিনিকে। তারপর হার্মাদ মুক্ত করি গোটা এলাকা। তখনো এসেছিলাম খেজুরিতে এখনো এসেছি খেজুরিতে।হার্মাদ প্রসঙ্গে মুখ খুললেও দলীয় কর্মসূচির ব্যাপারে কোনও কথা বলেননি শুভেন্দু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct