আপনজন ডেস্ক: গত সপ্তাহে আজারাবইজানের মুসলিমদের জন্য সুখবর বয়ে এনেছিল তাদের সেনারা। প্রায় ৩০ বছর পর ফের আযানের ধ্বনি শোনা যায় শুশা শহরে। আর্মেনিয়ার হাত থেকে নাগোরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা দখলমুক্ত করে আজারবাইজান। ওই শহরে প্রথমবারের মতো আজান দেয় আজারবাইজান প্রায় তিন দশক পর। শুধু শুশা শহর নয় আরও এক শহর আগদামও দিন আগে দখলে আনে আজারাবাইজান। সেখানকার অবরুদ্ধ থাকা মসজিদগুলো আজারবাইজান দখলমুক্ত করতে থাকে। দীর্ঘ প্রায় ৩০ বছর দখলে থাকা আর্মেনিয়ার হাতে দখলে থাকা মসজিদটি দখলমুক্ত হওয়ার পর সোমবার মসজিদের দেয়ালে চুমু খেয়ে ভেতরে প্রবেশ করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তবে তিনি শুধু একা নন তার সঙ্গে ছিলেন আজারবাইজানের ফার্স্ট লেডি তথা তার স্ত্রী মেহরিবান আলিয়েভও।
সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে, মসজিদে ঢুকে আজারবাইজান প্রেসিডেন্ট দোয়া করেন ও পবিত্র কুরআন শরিফ রাখেন। সম্প্রতি আর্মেনিয়া থেকে দখলমুক্ত হওয়ার পর সোমবার নাগোরনো-কারাবাখের আগদাম অঞ্চল সফরে যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। পরে আলিয়েভা সোশ্যাল মিডিয়া টুইটার ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভিডিও আপলোড করেন। নিজস্ব যানবহনের চেপে অঞ্চলটিতে সফর করেন দেশটির প্রধান।
প্রেসিডেন্টের স্ত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, আগদামের একটি মসজিদে প্রেসিডেন্ট আলিয়েভ ও তার স্ত্রী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট মেহরিবান আলিয়েভ মসজিদে প্রবেশ করছেন। তারা মসজিদের ফটকে চুমু খেয়ে প্রবেশ করেন। এ সময় তিনি ও তার স্ত্রী কুরআনে চুমু খেয়ে সেটি মসজিদে রাখেন। ১৯৯১ সোলে আর্মেনিয়া যখন নাগোরনো-কারাবাখ দখল করে তখন দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ১৯৯২ সালের ৮ মে শুশা অধিগ্রহণ করে আর্মেনিয়ার বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct