আপনজন ডেস্ক: বিহারের পরে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচন টার্গেট গেরুয়া শিবিররে। বিজেপি সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গে এসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে যান। আগামী ডিসেম্বরই ফের রাজ্য সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রসঙ্গত, এর আগেও শাহ দক্ষিণবঙ্গ সফর করে গিয়েছিলেন। অন্যদিকে, উত্তরবঙ্গ সফর করেছিলেন নাড্ডা। সম্ভবত, এবার ফের তিনি পা রাখতে চলেছেন রাজ্যে। তবে এই সফরকালে তিনি কোনও জেলা সফরে যাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।রাজনৈতিক তরজার মধ্যে শাহ ও নাড্ডার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, দিনকয়েক আগে এ রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দুদিনের রাজ্য সফরে তিনি একাধিক কর্মসূচি ছিল তাঁর। সেইসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো থেকে মতুয়া-আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজনও করেন শাহ। পরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকেও আগামী বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দেন তিনি। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বঙ্গ বিজেপির সংগঠনের হাল দেখতে মাঝেমধ্যে তিনি আসবনে। এবার শোনা যাচ্ছে, আগামী ৮ ও ৯ ডিসেম্বর সম্ভবত বাংলায় আসতে পারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সম্ভবত রাজ্যে পা রাখতে পারেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরটি এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে মধ্যাহ্নভোজ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, বাঁকুড়ার বাড়িতে মধ্যাহ্নভোজনের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। ওই খাবার বাঁকুড়ায় ওই ব্যক্তির বাড়িতে হয়নি। সেইসঙ্গে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান নিয়েও বিজেপিকে তোপ দাগেন তিনি। সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ভুল মূর্তিতে মাল্যদান করে বিরসা মুণ্ডার অপমান করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যের জেরে পাল্টা তাঁকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct