আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সেদেশের সংসদে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করেছিলেন। তার সেই বলা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। এক অমুসলিম দেশপ্রধানের মুখে সম্প্রীতি মূলক শব্দ উচ্চারণে অবাক হয় পৃথিবী। এবার ইশাআল্লাহ বা আল্লাহর ইচ্ছায় বললেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটেনের এলবিসি রেডিওতে দেওয়া একটি সাক্ষাতকারে করোনা মহামারি পরিস্থিতিতেও বড়দিনে ঐতিহ্যবাহী ক্যারোল কনসার্ট আয়োজিত হবে বলে জানিয়ে তিনি ইনশাআল্লাহ বলেন তিনি।
ক্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে প্রতিবছরই ঐতিহ্যবাহী ক্যারোল কনসার্টের আয়োজন করে থাকে ব্রিটেন। এবার করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতে এই কনসার্ট হবে কিনা তা নিয়ে দেখা গিয়েছিল সংশয়। এ নিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইনশাআল্লাহ ক্যারোল কনসার্ট হবে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ইনশাআল্লাহ বলায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। একজন ব্যবহারকারী টুইট বার্তায় বলেন, কেউ কি আমাকে বলতে পারেন যে বড়দিনে ক্যারোল কনসার্ট হবে কিনা তা নিয়ে চাপ দেওয়ার সময় কেন ম্যাট হানককে 'ইনশাআল্লাহ' বলতে হবে? আমি খুব বিস্মিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct