আপনজন ডেস্ক : 'দেরিতে কথা বলা’ কিংবা 'অটিজম’দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। কোনোটিই অবহেলা করা ঠিক নয়। শিশুটি অটিজমে আক্রান্ত নয়, তার বিকাশে বিলম্ব হচ্ছে। একটু মনোযোগ দিয়ে তার অভিভাবকের কথা শুনলেই অনেকখানি ধারণা পাওয়া সম্ভব। দেরিতে কথা বলা বিষয়ে প্রথমে দৃষ্টিপাত করতে হয় শিশুটির বয়স অনুযায়ী ধারাবাহিক বিকাশ হচ্ছে কি না তার দিকে। একটি শিশু যখন বড় হতে থাকে, তখন একটি নির্দিষ্ট বয়সে শেখা কিছু নির্দিষ্ট কাজই সে করবে, এটাই ধারণা করা হয়। যেমন তিন মাসের মধ্যে শিশুটির সামাজিক হাসি চলে আসবে, ঘাড় শক্ত হয়ে যাবে। আমরা দেখব শিশুটির মধ্যে এসব বিকাশ ঠিকমত হচ্ছে না, তখনই বলবো শিশুটির ভেতরে কিছু বিলম্বের ব্যাপার আছে। এক বছরের একটি শিশুও বিভিন্ন শব্দের মাধ্যমে সামাজিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। যোগাযোগ স্থাপন যে শুধু কথা বলার মাধ্যমে হচ্ছে, তা নয়। আকার-ইঙ্গিত, শব্দ, শরীরের অঙ্গ-ভঙ্গি প্রভৃতি দিয়ে সে তার চাহিদাগুলো বোঝানোর চেষ্টা করে। যেমন ধরা যাক, সাত-আট মাসের একটি শিশু শুয়ে থাকলে সে তার চারপাশের পরিবেশ চোখ ঘুরিয়ে বোঝার চেষ্টা করে, তার সামনে কেউ দাঁড়ালে সে বিভিন্ন ধরনের শব্দ করে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। অনেক সময় দুহাত বাড়িয়ে দেয় তাকে কোলে তুলে নেওয়ার জন্য। এটাও একটি যোগাযোগ। যেটা কথার মাধ্যমে হচ্ছে না। কিন্তু কিছু শব্দের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে, শারীরিক অঙ্গ-ভঙ্গি দিয়ে সে তার বয়স অনুযায়ী চেষ্টা করছে। এ জিনিসগুলো যদি ঠিকমত বিকাশ না করে, তাহলে আমাদের চিন্তার ব্যাপার আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct