আপনজন ডেস্ক: কোচ জন গ্রেগরিকে সরিয়ে ওয়েন কোয়েলকে দায়িত্ব দিয়ে আগের মরশুমের দ্বিতীয় পর্বে চেন্নাইয়িন এফসি’র উত্থানটা ছিল দারুন চমকদার।একদম লিগ টেবিলের তলানি থেকে উঠে এসে প্রথমে প্লে-অফ এবং তারপর ফাইনাল খেলা। শেষ অবধি চ্যাম্পিয়ন না হতে পারলেও প্রশংসনীয় ছিল চেন্নাইয়িনের এফসি’র লড়াই। এবারে কোয়েলও দল ছেড়েছেন। নয়া কোচ সিসাবা ল্যাজলোর অধীনে চেন্নাইয়িনের প্রেরণা গতবছরে তাদের ঘুরে দাঁড়ানোটাই।
আগের মরশুমের খেলা: কোচ জন গ্রেগরীর অধীনে গত মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মারিনা মাচানদের। মরশুমের মাঝপথে কোচ বদল করে বার্নলের প্রাক্তন কোচ ওয়েন কোয়েলকে দায়িত্ব দেওয়া হয়। এরপরই ঘুরে দাঁড়ায় চেন্নাইয়িন। ফাইনালে এটিকে মোহনবাগানের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইয়িন এফসি’কে।
নতুন সংযুক্তি: এবারে পাঁচ বিদেশি নির্বাচনের পিছনে মরশুমের আগে প্রচুর অর্থ ব্যয় করেছে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দলটি। রোমানিয়ান সেন্টার-ব্যাক লুসিয়ান গোইয়ানের পরিবর্ত হিসেবে এসেছেন বসনিয়ার এনেস সিপোভিচ। এছাড়া জামশেদপুর থেকে ব্রাজিলিয়ান মিডিও মেমো মৌরা, স্লোভাকিয়া স্ট্রাইকার জাকুব সিলভেস্টার, তাজিকিস্তান মিডফিল্ডার ফাতখুল্লো ফাতখুলোভ, গিনি স্ট্রাইকার এসমায়েল গন্সালভেসকে দলে নিয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা।
আর ভারতীয় ফুটবলারদের মধ্যে ফুল-ব্যাক লালছুয়ানমাওয়াইয়া ফানাই, রিগান সিং’য়ের অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য। এছাড়া রিজার্ভ দলে থেকে আমন ছেত্রীকে সিনিয়র দলে নিয়েছে তারা।
শক্তি: এই মরসুমে রক্ষণে এল সাবিয়া এবং এনেস সিপোভিচ জুটি অন্যতম অভিজ্ঞ হিসেবে আইএসএলে আত্মপ্রকাশ করবেন। তাজিকিস্তান লিগে দুরন্ত পারফর্ম করা অভিজ্ঞ ফাতখুলো ফাতখুলোভের উপস্থিতি আক্রমণভাগে গতি আনতে পারে। আনিরুদ্ধ থাপা, রাফায়েল ক্রিভেলারো, নয়া অন্তর্ভুক্তি মেমো মৌরা সমৃদ্ধ মাঝমাঠ প্রতিপক্ষের চিন্তার কারণ হবে।
দুর্বলতা: কোচ ওয়েন কোয়েলের দল ছাড়া এবং সঙ্গে গত মরশুমে লিগের সর্বোচ্চ গোলদাতা নেরিজাস ভালস্কিসকে জামশেদপুরে সঙ্গে নিয়ে যাওয়া। লুসিয়ান গোইয়ান দল ছাড়ায় রক্ষণ আলগা হয়েছে সন্দেহ নেই। গত মরশুমে ভারতীয় ফুটবলাররা মোটেই ধারাবাহিক ছিলেন না। সঠিক নেতার অভাবে ভুগতে পারে দল।
নজর যাদের দিকে: অনিরুদ্ধ থাপা, ফাতখুলো ফাতখুলোভ, লালিয়ানজুয়ালা ছাংতে, জাকুব সিলভেস্টার।
স্কোয়াড:
গোলরক্ষক: বিশাল কাইথ, বি ওয়াই রেবান্থ, করণজিৎ সিং, সমিক মিত্র
ডিফেন্ডার: এনেস সিপোভিচ, রিগান সিং, লালছুয়ানমাওয়াইয়া ফানাই, এলি সাবিয়া, এডুইন বংশপাল, জেরি লালরিনজুয়ালা, দীপক ট্যাংরি, বালাজি গণেশন, রেমি আইমোল, আকিব নবাব
মিডফিল্ডার: অনিরদ্ধ থাপা, অভিজিৎ সরকার, থোই সিং, মেমো মৌরা, রাফায়েল ক্রিভেলারো, লালিয়ানজুয়ালা ছাংতে, শ্রীনিবাসন পান্ডিয়া, ধনপাল গণেশ, ফাতখুলো ফাতখুলোভ, জারমনপ্রীত সিং
ফরোয়ার্ড: এসমায়েল গন্সালভেস, জাকুব সিলভেস্টার, আমন ছেত্রী, রহিম আলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct