আপনজন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশে হিসেবে তুরস্ক এখন সুপরিচিত হয়ে উঠেছে। তাই ইউরোপের সঙ্গেই তুরস্কের ভবিষ্যৎ জড়িয়ে আছে বলে মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। রবিবার ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)-র সদস্যদের এক আঞ্চলিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেন এরদোগান। তাতে তিনি বলেন, ইউরোপ ছাড়া অন্য কোথাও আমরা নিজেদের দেখতে পাচ্ছি না। তাই ইউরোপের সঙ্গেই আমাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এরদোগান বলেন, আমরা আশা করি, ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রাখবে। আমাদের প্রতি তাদের কোনো বৈষম্য করবে না। আমরা অন্তত চাইবতারা যেন আমাদের শত্রু দেশ হিসেবে গণ্য না করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct