আপনজন ডেস্ক : ২০১৫ সালে এক পথদুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর নীচ থেকে বাদ গিয়েছিল! তাই বলে থেমে থাকেনি পথ চলা। শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে পরিবেশ দূষণ রোধে সচেতনার বার্তা নিয়ে সাইকেলে ৫০০ কি.মি পাড়ি দিলেন বছর বাইশের আহম্মদ। উত্তর ২৪ পরগণা জেলার মিনাখাঁর চৈতল চর পাড়ার বাসিন্দা আহম্মদ গাজি।
বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে দূষণ বেড়ে চলেছে। করোনা ভাইরাস প্রথমিক ভাবে আক্রান্তের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। পরিবেশ দূষণ রোধে পুলিশি তৎপরতা যথেষ্ট এর সাথে চাই সাধারণ মানুষের সচেতনতা সেই উদ্দেশ্যকে সাফল্য করতে সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা থেকে ধার করে নেওয়া সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন আহম্মদ। এর আগে অবশ্য প্যারা অলিম্পিকে রাজ্যের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন। উত্তর ২৪ পরগণার বারাসাত, নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, পলাশী, রাধানগর হয়ে মুর্শিদাবাদের নওদা, হরিহরপাড়া, বহরমপুর হয়ে লালবাগ পর্যন্ত পৌঁছে যায়।
যেতে যেতে সাক্ষাতে সাধারণ মানুষকে পরিবেশ দূষণ রোধের অনুরোধ জানায়। পথচলতি মানুষও দু’দণ্ড দাঁড়িয়ে তাঁদের কথা শুনেছেন। শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও এভাবে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ায় অনেকে তাঁদের পিঠ চাপড়ে দেন। বামনপুকুর হুমায়ুন কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া আহমেদ বলেন, ‘পরিবেশ নিয়ে কারো মাথা ব্যথা নেই, আজকের পরিবেশ দূষণ পরবর্তী প্রজন্মের জন্য ভয়ংকর। সকলকে সচেতন হয়ে পরিবেশ দূষণ বন্ধ করার সংকল্প গ্রহণ করতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct