আপনজন ডেস্ক: সারা দেশে করোনা সচেতনতা অবলম্বন করা হলেও এখনও করোনা সংক্রমণ থামছে না। কিন্তু এমন শোনা যায় না যে গোটা রাজ্য কিংবা গ্রামের সবাই করোনা আক্রান্ত। হ্যাঁ এমন গ্রামের সন্ধান মিলেছে হিমাচল প্রদেশে।
জানা গেছে, হিমাচল প্রদেশে থোরাং নামক একটি গ্রামের খোঁজ মিলেছে, যেখানে একজন বাদে গ্রামের সব বাসিন্দাই করোনা পজিটিভ! স্বাভাবিকভাবেই এমন খবরে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়।
হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার এই গ্রামের নাম থোরং। এই গ্রামে ১ জন ছাড়া বাকি ৪২ জনই করোনা আক্রান্ত হয়েছেন। যে ব্যক্তি করোনা আক্রান্ত হননি, তার পরিবারের অন্য ৬ সদস্য করোনা আক্রান্ত।
এই করোনা সংক্রমণের পিছনে এক ধর্মীয় সম্মেলনে মানুষের জমায়েতকেই দায়ী করা হচ্ছে। জানা গেছে, সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর সেখানেই একত্রিত হয়েছিলেন গোটা গ্রামের মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, গোষ্ঠী সংক্রমণের কারণেই গ্রামের প্রতিটি বাড়িতে করোনা ছড়িয়ে পড়ে। গ্রামের মোট ৪২ জনের মধ্যে ৪১ জনই সংক্রমিত। বাদ পড়েছেন মাত্র একজন। সৌভাগ্যবান ওই ব্যক্তির নাম ভূষণ ঠাকুর। তার বয়স ৫২ বছর।
করোনা যাকে আক্রমণ করতে পানি সেই ভূষণ ঠাকুর জানান, তিনি করোনার প্রতিরোধে সমস্ত বিধি মেনে চলতেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত ভূষণের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব শক্তিশালী। কারণ গ্রামের সমস্ত মানুষের করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও তার রিপোর্ট নেগেটিভ আসা খুব বিস্ময়কর।
জানা গেছে, ওই গ্রামে প্রথমে পাঁচজন করোনা পজিটিভ হন। এরপর বাকি লোকেরা নিজেরাই পরীক্ষা করান এবং তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও এই গ্রামে ১০০ এর বেশি লোক বাস করেন, কিন্তু বর্তমানে তুষারপাতের কারণে অনেকে অন্য এলাকায় চলে গিয়েছেন। ভূষণ বলেন, তিনি প্রথম থেকেই নিয়মিত মাস্ক পরেন ও হাত স্যানিটাইজ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct