আপনজন ডেস্ক: ইমরান খানের সরকার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেটের দুনিয়ায় থাকা ডিজিটাল কন্টেন্টে নজরদারি করা হবে। প্রয়োজনে সেই কন্টেন্টে কাটছাট করারও অধিকার থাকবে এই নিয়ামক সংস্থার। হতে পারে জরিমানাও। এমনকি হুমকি দিয়ে বলা হচ্ছে, ৩.১৪ মিলিয়ন ডলারের বেশি (ভারতীয় অর্থমূল্যে কোটি কোটি টাকা) জরিমানা নেওয়া হবে যদি ইসলাম বিরোধি কোনও মন্তব্য এই মাধ্যমগুলোতে পাওয়া যায়। বাক্ স্বাধীনতা রোধের এই প্রয়াসকে কড়া নজরে দেখছে ইন্টারনেট জায়েন্টরা। গুগল ফেসবুক, টুইটারের মতো সংস্থাগুলোর যৌথ মঞ্চ এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের পক্ষ থেকে এর কড়া নিন্দা করা হয়েছে। বলা হচ্ছে, এই আইনের ফলে অবাধ ইন্টারনেট ব্যবস্থা আর থাকছে না। এর ফলে ইন্টারনেট কোম্পানিগুলোর অস্তিত্বও আর আগের মতো থাকবে না। পাকিস্তানি নাগরিকদের নেটদুনিয়ায় অস্তিত্ব বজায় রাখতে ওয়াকিবহাল মহল এই আইন পুনর্বিবেচনা করার পরামর্শ দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct