আপনজন ডেস্ক: একবার করোনায় আক্রান্ত হলে কমপক্ষে ছয় মাসের মধ্যে তাঁর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশ কম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই ফল পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, এই গবেষণার মধ্য দিয়ে কোভিডের পুনঃসংক্রমণের বিষয়ে নতুন দিক উন্মোচিত হল।এই গবেষণা চালানো হয়েছিল ব্রিটিশ স্বাস্থ্যকর্মীদের ওপর। এই ব্যক্তিরা মূলত কোভিডে আক্রান্ত হওয়ার হাই রিস্কে ছিলেন। গবেষণায় দেখা গিয়েছে, প্রথমবার কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিদের কমপক্ষে ৬ মাসের মধ্যে পুনঃসংক্রমিত হওয়ার আশঙ্কা বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, 'এই গবেষণার ফলাফল করোনা মহামারি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করবে। এটি করোনায় আক্রান্ত লোকজনের স্বল্প মেয়াদে আবার সংক্রমিত না হওয়ার ক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা দিতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষক দলের অন্যতম সদস্য ডেভিড অ্যার বলেন, ‘এটি সত্যিই ভালো সংবাদ। কারণ এতে আমরা আত্মবিশ্বাসী হতে পারব যে একবার কোভিডে আক্রান্ত হলে স্বল্প মেয়াদের জন্য হলেও তাঁরা পুনরায় সংক্রমিত হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct