আপনজন ডেস্ক : বলিউড তারকাদের অভিনয় নিয়ে তো বেশ কিছুদিন ধরেই তুমুল আলোচনা চলছে। আলিয়া ভাট, সোনম কাপুররা প্রায়ই ঘোরাফেরা করছেন বিনোদন পাতায়। কিন্তু অভিনয় বাদ দিলে তারকাদের পড়াশোনার দৌড় কত দূর তা কি জানেন? আলিয়া থেকে কারিনা বা সোনম, কে কতটা পড়াশোনা করেছেন অভিনয়ে আসার আগে?
আলিয়া ভাট– আলিয়া স্কুল পাস করার পর আর পড়াশোনার দিকে ঝোঁকেননি। তার পরেই চলে আসেন অভিনয়ে। যমুনাবাঈ নারসি স্কুল থেকে পাস করেন আলিয়া।
সোনম কাপুর– স্কুল পাস করার পর সিঙ্গাপুরে থিয়েটার ও আর্টস পড়তে যান সোনম। তারপর লন্ডনে ইকোনমিকস ও পলিটিক্যাল সায়েন্স পড়তে যান তিনি। কিন্তু অজ্ঞাত কারণে সেখানকার পড়া শেষ হওয়ার আগেই তিনি ফিরে আসেন মুম্বই।
কারিনা কাপুর খান– স্কুল পাস করার পর দুবছর কমার্স নিয়ে পড়াশোনা করেন করিনা। তার পরেই ঢুকে যান অভিনয়ে। এগোয়নি আর পড়াশোনা।
কারিশমা কাপুর– কারিশমা স্কুলের পড়াশোনাও শেষ করেননি। জানা যায়, অভিনেত্রী হওয়ার স্বপ্নে মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েই বলিউডে প্রবেশ করেন তিনি। মাত্র সিক্স পর্যন্ত কারিশমার দৌঁড়।
সোনাক্ষী সিনহা– শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী স্কুলের পড়া শেষ করার পর ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েন। বলিউডে ফ্যাশন ডিজাইনার হিসেবেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর।
সালমান খান– স্কুল পাস করার পর আর পড়াশোনা করেননি বলিউডের ভাইজান। বান্দ্রার সেন্ট স্ট্যানিসলস হাই স্কুল থেকে পাস করেন তিনি। অভিনয়ে যেহেতু একের পর সুপারহিট ছবি উপহার দিতে শুরু করলেন, তখন আর পড়াশোনার বিষয়টি সামনে এগোয়নি।
শ্রদ্ধা কাপুর– প্রথমে মুম্বই, সেখান থেকে আমেরিকার একটি স্কুল। তারপর বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনা ছেড়ে বলিউডে প্রবেশ করেন শ্রদ্ধা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct