সর্বজন শ্রদ্ধেয় লেখক সত্যেন সেন এর লেখা ‘ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা’ বইটিতে এতদিনের পরিচিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নতুন আঙ্গিক ফুটে উঠেছে। বরাবরই ইতিহাস এ উপেক্ষিত সেই সমস্ত মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের কথা তিনি তুলে ধরেন। যেখানে আমরা এমন অনেক মুসলিম ব্যাক্তিত্বের নাম খুঁজে পায় যাদের সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞানের অভাব অথচ তাদের ছাড়া স্বাধীনতা সংগ্রাম এর আলোচনা একপ্রকার অসম্পূর্ণ তা লেখকের এই বইটি পড়লেই বোঝা যায়।
এখনো অনেকেরই ধারণা স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের তেমন কোনো ভূমিকা নেই।কিন্তু এই বইটি তাদের সেই ভুল ধারণা কে ভাঙতে অনেকটাই সাহায্য করবে। বইটিতে লেখক শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান, মাওলানা হাবিবুর রহমান লুধিয়ানী, মৌলবী বরকতউল্লাহ, ওবায়দুল্লাহ সিন্ধি, বদরুদ্দিন তায়াবজি, আব্দুল গফ্ফার খান মাওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে ও অনেক অজানা তথ্যকে তুলে ধরেন। অনেক অপরিচিত ব্যক্তির স্বাধীনতা সংগ্রামের অবদানের কথা তুলে দরা হয়েছে এই বইতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মুফতি কিফায়েত উল্লাহ। মুফতি কিফায়েত উল্লাহ উত্তরপ্রদেশের সাজাহানপুরের ১৮৭২ সালে জন্মগ্রহণ করেন। সেখানকার মাদ্রাসায় প্রাথমিক পাঠের পর উচ্চ শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। সেখান থেকেই তিনি মুফতি হন। জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল।মাওলানা হবিবুর রহমান রুধিয়ানি জরিয়ানার লুধিয়ানার বাসিন্দা। তিনিও দেওবন্দের দারুল উলুমের ছাত্র। ১৯২৯ সালে ‘মজলিশ-ই আহরার’ পার্টি গঠন করেন। আহরর শব্দের অর্থ মুক্ত মানুষের সংস্থা। এই সংগঠনকে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সুসংহত করতে মুসলিমদের অনুপ্রাণিত করেন। পাঞ্জাব হরিয়ানা ছাড়াও বাংলা ও বিহারেও তিনি এসেছিলেন এই সংগঠনকে জনপ্রিয় করে তুলতে। ব্রিটিশি বিরোধী সেই সংগঠনের কথা তুলে ধরা হয়েছে এই বইতে। সর্বোপরি স্বাধীনতা আন্দোলন ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম এর কথা ও লেখক তার বই এ এক অনবদ্য লেখনী তে তুলেধরেন।স্বদেশী আন্দোলন , খিলাফত ও অসহযোগ আন্দোলনেও মুসলমানদের কি ভূমিকা ছিল তার পরিচয় ও পাওয়া যায়। তথ্য সমৃদ্ধ এই বইটি স্বাধীনতা আন্দোলনের এক নতুন দিককে তুলে ধরেন।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা
সত্যেন সেন
জাতীয় সাহিত্য প্রকাশ, ঢাকা
পরিমার্জিত সংস্করণ, ফেব্রুয়ারি ২০১৭
মূল্য ৩০০ টাকা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct