আপনজন ডেস্ক: পাশ্চাত্যের দেশগুলিতে ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিলেও ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করার মানুষজনও কম নেই। ফলে, অনেক মানুষ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন। এদের মধ্যে যেমন গায়ক, অভিনেতারা রয়েছেন তেমনি আছেন বিশিষ্ট খেলোয়াড়রা। এমনই এক দৃষ্টান্ত তৈরি করেছেন ইউরোপের দেশ নেদারল্যান্ডস-এর বক্সার রুবি জেসিয়াহ মেসু।
সম্প্রতি রুবি জেসিয়াহ মেসুইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এই সংবাদটি তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তার অফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে জনিয়েছেন। মূলত মেসু ইতোপূর্বে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু তিনি ইসলাম তথা শান্তির ধর্মের শিক্ষায় ভীষণ অনুপ্রাণিত হয়ে তিনি মুসলিম হয়েছেন বলে জানান।
বক্সার রুবি জেসিয়াহ মেসু আরো বলেন, কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা ও চর্চার পর তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এতে তিনি গর্ব বোধ করছেন।
জানা গেছে, কিছুদিন আগে নেদারল্যান্ডসের একটি মসজিদে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। কারও চাপে নয় বরং তিনি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছেন বলে জানান রুবি জেসিয়াহ।
এদিকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য নেদারল্যান্ডসের শীর্ষ এই বক্সিং তারকাকে অভিনন্দন জানিয়েছেন মুসলিমরা। তারা বলছেন, একজন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদের ইসলাম গ্রহণ এবং বিশ্বব্যাপী ইসলামের প্রতিনিধিত্ব করতে দেখা মুসলমানদের জন্য খুশির খবর। সারাবিশ্বের মুসলিমর সোশ্যাল মিডিয়ায় নবমুসলিম রুবিকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইসলাম ধর্মে তাকে স্বাগত জানান। একই সাথে তার ব্যক্তি ও কর্মজীবনে সফলতা ও সমৃদ্ধি অর্জনের দোয়া করেন করেন অনেকে।
এদিকে অমুসলিম তারকা খেলোয়াড়দের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা এর আগেও ঘটেছে।
চলতি বছর এপ্রিল মাসে উইলহেলম ওট নামে এক ক্রীড়াবিদ জানান, তিনি ইসলাম গ্রহণ করেছেন। উইলহেলম ওট অস্ট্রিয়ার পেশাদার মিক্সড মার্শাল আর্ট ফাইটার। তিনি জানান, কোভিড ১৯-এর কারণে লকডাউনের সময় তিনি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেন এবং ইসলামের মধ্যেই শান্তির সন্ধান পেয়েছেন। এর আগে রোজি গ্যাব্রিয়েল নামে কানাডিয়ান এক মহিলা অ্যাডভেঞ্চারার ২০১৮ সাথে পাকিস্তান সফরকালে ইসলাম গ্রহণ করেন। সেসময় তিনি বলেছিলেন, মুসলিমদের আচরণ, ভ্রাতৃত্ব ও একে অপরের প্রতি ভালোবাসা দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অনুপ্রাণিত হয়েছেন। সেই পথেই এবার এগালেন নেদারল্যান্ডস-এর মহিলা বক্সার রুবি জেসিয়াহ মেসু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct