আপনজন ডেস্ক: লক্ষ্য নিজের জমিকে আরো বেশি শক্তিশালী করে তোলা। কারণ ভোটের বাদ্যি বেজেছে। ভোট বৈতরণী পার করে কিভাবে নিজের কুর্সি বাঁচিয়ে রাখা যায়, সেই চিন্তায় ঘুম উড়েছে রাজনেতাদের। একুশের বিধানসভা ভোটকে লক্ষ্য করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বহরু হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিধায়ক শওকত মোল্লা। কর্মী সম্মেলনে প্রথম থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস। সহযোগী বন্ধু হিসেবে পাশে ছিলেন সওকাত মোল্লা । পাশাপাশি দলের প্রচেষ্টাকে সার্থক করে তুলতে মঞ্চে উপস্থিত ছিলেন দলের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দরাও। এদিন এই কর্মসূচীকে প্রত্যক্ষ ভাবে সমর্থন করতে প্রায় দশ থেকে বারো হাজার সমর্থক অনুষ্ঠান কেন্দ্রে ভিড় জমায়। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু কর্মী সমর্থক যোগদেন মা,মাটি মানুষের দলে। তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ঘিড়ে সকাল থেকেই সেজে উঠেছিল বহরু রাস্তা। বহরু হাই স্কুল মাঠকে মুড়ে ফেলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকী ব্যানারে,পতাকায়। পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে আটকে রাখা হয়েছিল অনুষ্ঠান কেন্দ্রকে। একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এ দিনের কর্মসূচির যে নকশা রূপায়িত হয়েছে,সম্মেলনের ছবি তা স্পষ্টভাবে জানান দিয়েছে। পাশাপাশি এদিনের কর্মী সম্মেলনে জনগনের উপচে পড়া ভিড়,প্রতিপক্ষদের কাছে একপ্রকার যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে,তা বলার অবকাশ রাখে না। কর্মী সভায় উপস্থিত ছিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস, জেলা SC, ST OBC সেলের সভাপতি বাপন নস্কর, ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান মিস্ত্রি, ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল নস্কর, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর চক্রবর্তী, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্ণ কান্তি হালদার, বহরু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিপদ বাবু, অঞ্চল প্রধান স্নেহাসিশ নাইয়া, উপপ্রধান লাল্টু লস্কর সহ সকল নেতৃত্ব গন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: