আপনজন ডেস্ক: মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে এবার বিভিন্ন ইসলামি অ্যাপ থেকে মুসলিমদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এক অনুসন্ধান চালানোর পর এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।এ ব্যাপারে জানা গেছে, বিশ্বে মুসলমানদের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ‘মুসলিম প্রো’। তাদের ওয়েবসাইট অনুযায়ী, এই অ্যাপটি প্রায় ৯৫ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। যা ডাউনলোড হয়েছে ২০০টি দেশ থেকে। অ্যাপটি ব্যবহারকারীদের নামাজের সময় দেয়। এছাড়া তাদের অবস্থানের উপর নির্ভর করে মক্কার দিকনির্দেশনা দেখায়। এটি পবিত্র কুরআনের অডিও রেকর্ডিং এবং কুরআনের আয়াতও দেখায়।
‘মুসলিম প্রো’ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তারা সম্প্রতি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কারণ, সোমবার অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ডের অনুসন্ধানে বলা হয়, ‘মুসলিম প্রো’ অ্যাপ তাদের ব্যবহারকারীর অবস্থানের ডেটা এক্স-মোডের কাছে বিক্রি করেছে। পরে এটি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়। যারা পরবর্তীকালে এসব তথ্য মার্কিন সামরিক বাহিনীকে দেয়। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ে কাজ করা মার্কিন সামরিক বাহিনীর ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড এক্স-মোডের মাধ্যমে মুসলমানদের ব্যবহারকারীর অবস্থানের তথ্য কিনে। এদিকে ‘মুসলিম প্রো’র প্রধান জহরিয়া জুপারি মাদারবোর্ডের প্রতিবেদনটিকে ‘ভুল এবং অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি দাবি করেন, এক্স-মোডের সঙ্গে তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। এই ঘটনার পর ‘মুসলিম প্রো’ ব্যবহারকারী কয়েক হাজার গ্রাহক অ্যাপটি বন্ধের দাবি জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct