আপনজন ডেস্ক: ভয়ঙ্কর তুষার ধসের কবলে পড়ে এক সেনা জওয়ানের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে জম্মু–কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থিত সেনা ছাউনিতে ।
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে নিহত জওয়ানের নাম নিখিল শর্মা বয়স ২৫। রাষ্ট্রীয় রাইফেলের রাইফেলম্যানের পদে ছিলেন তিনি। আহত দু’জন। তাঁদের নাম রমেশচাঁদ ও গোবিন্দর সিং। বুধবার সেনার তরফে এই কথা জানানো হয়েছে।
জম্মু–কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে যে, মঙ্গলবার রাত আটটা নাগাদ কুপওয়াড়া জেলার তংধর অঞ্চলের রোশন পোস্টে ওই দুর্ঘটনা ঘটে। সেনা পোস্টের ওপরে হুড়মুড়িয়ে ধস নামার পরই দ্রুত জখম সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা নিখিল শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহত চিকিৎসাধীন।
প্রসঙ্গত উল্লেখ্য,গত মে মাসেও এই ধরনের এক দুর্ঘটনায় প্রাণ হারান এক সেনা অফিসার। উত্তর সিকিমে বরফ সরানো ও টহল দেওয়ার সময় আচমকাই ধস নামে তাঁর গাড়ির উপরে। সোমবারই তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল কাশ্মীরের কুপওয়াড়া, বান্দিপোরা, বারামুলা ও গান্দেরবাল জেলায়। এমনিতে শীত পড়তে শুরু করার পর থেকেই কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে ভারী তুষারপাত শুরু হয়েছে। রবিবার রাতেই তুষারপাতে আটকে পড়া দশজনকে উদ্ধার করে ভারতীয় সেনা। তাদের মধ্যে দু’জন মহিলা ও শিশুও ছিল।পরিস্থিতি এতটাই খারাপ যে মাঝেই মাঝেই জম্মু ও কাশ্মীর হাইওয়ের বিভিন্ন অঞ্চল গাড়ি চলাচলের পক্ষে অযোগ্য হয়ে পড়ছে।
আরও পড়ুন: